KK death: কে কে স্যালাইন ওয়াটার খাচ্ছিলেন বার বার, জানালেন সঞ্চালক

KK Death News

কেকে’র (KK) অনুষ্ঠান মঞ্চে সঞ্চালনা দুর্দান্ত সুযোগ। তাই হাওড়ার বাসিন্দা সুদীপ্ত মিত্র ও শিল্পী মিত্র ছিলেন উত্তেজিত। এমন সুযোগ সবসময় হয় না। তবে গতরাতের পর তাঁদের উপলব্ধি এমন সঞ্চালনা না করলেই ভালো হতো। সঙ্গীত শিল্পী কে কে’র প্রয়াণে দুই সঞ্চালক ভেঙে পড়েছেন।

নজরুল মঞ্চে অনুষ্ঠানের সেই মুহূর্ত সম্পর্কে সঞ্চালক সুদীপ্ত মিত্র বলেন, ভিড়ের চাপে এসি সেভাবে কাজ করছিল না। গান গাইতে গাইতে বারবার ঘাম মুছছিলেন কেকে। অনুষ্ঠান চলাকালীন উনি এক বারও মঞ্চের বাইরে যাননি। মঞ্চে এলইডি আলো জ্বলছিল। তাতে হলের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। একটা সময় হলের যা ধারণ ক্ষমতা তার বাইরেও লোকজনকে ঢোকাতে বাধ্য হন উদ্যোক্তারা। আর মঞ্চে ওই রকম লাফালে যে কোনও মানুষের প্রচণ্ড গরম অনুভব হবে। স্যালাইন ওয়াটার খাচ্ছিলেন বারবার। অনুষ্ঠানের আগে গ্রিনরুমে অনেকক্ষণ কথা হয় কেকে’র সঙ্গে তাঁদের। তিনি নিজের হাতে চেয়ারও বাড়িয়ে বসতে অনুরোধ করেছিলেন।

   

আর অনুষ্ঠান সঞ্চালিকা শিল্পী মিত্র জানিয়েছেন, গান গাওয়ার জন্য যখন কেকে স্টেজে ঢোকেন, তখন সেখানে প্রচুর লোকজন ছিল। তাদেরকে সরিয়ে দিয়ে কেকে নিজেই মিউজিসিয়ানদের জায়গা করে দেন। তার পরেই গান শুরু করেন।

এটাই শেষ অনুষ্ঠান। অসুস্থতাবোধ করান মঞ্চ ছাড়েন কেকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তীব্র বিশৃঙ্খলা ও অব্যবস্থার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভিড়ের মধ্যে কেন এসি বন্ধ করা হয়েছিল তা নিয়ে বিতর্ক প্রবল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন