Jyotipriya Mallick: জেল হেফাজত বাড়বে জ্যোতিপ্রিয়র?

আজ শেষ হচ্ছে রেশন দুর্নীতিতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত। আজই ফের আদালতে তোলা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। জেল হেফাজত বাড়বে জ্যোতিপ্রিয়র? এই প্রশ্নে সরগরম তৃ়নমূল অন্দরমহল। তবে দলেরই একাংশ মনে করছে, জামিন পাওয়ার সম্ভাবনা নেই। প্রেসিডেন্সি জেল থেকে জ্যোতিপ্রিয়কে আদালতে নিয়ে যাওয়া হবে। রেশন দুর্নীতিতে তাঁকে জেলেই করার অনুমতি দিয়েছিল আদালত। সেই নির্দেশ কি বহাল থাকবে? ইডি মনে করছে জ্যোতিপ্রিয়কে আরো জেরা করার দরকার।

এদিকে জেলে জ্যোতিপ্রিয়র বায়না আবদারে অস্থির কর্তৃপক্ষ। তিনি কোনও সুবিধাই পাবেন না বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। গত রবিবার ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়কে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই তিনি বলেছিলেন, ‘‌এবার মরে যাব।’‌ এরপর জ্যোতিপ্রিয় মল্লিককে গত ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের মেয়াদ আজই শেষ। আদালতের পরবর্তী নির্দেশ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

   

জেলে গিয়েও আবদার যেন কমার নামই নেই। শোয়ার জন্য খাট, বালিশ, চাদর চেয়ে আবদার করছেন তিনি।এরপর তিনি মোবাইল চেয়ে গোঁসা করছেন। তাঁকে বোঝানো হলেও মানতে চাউছেন না বলে জানা যাচ্ছে। তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠদের একজন।

রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ২১ ঘণ্টা জিজ্ঞেসাবাদ ও তল্লাশির পর ২৭ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। সম্প্রতি তাঁর দফতরের দায়িত্ব বীরবাহা হাঁসদাকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোটি কোটি টাকার দুর্নীতি অ়ভিযোগে জেলে আছেন জ্যোতিপ্রিয়। জেলেও তার চাহিদা কমছে না। জেলে বসেও ফোনের দাবি জ্যোতিপ্রিয়র। তব কারাবন্দির প্রতি বিলাসিতা দেওয়া প্রশাসনের কাজ নয়। তাই পুলিশকর্তারা মুখের ওপর না বলে দিয়েছেন বলে জানা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন