HomeWest BengalKolkata CitySSC Scam: সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ বিচারপতির

SSC Scam: সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ বিচারপতির

- Advertisement -

একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। এবার একই পদে মামলাকারী ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, অঙ্কিতা যেদিন কাজে যোগ দিয়েছিলেন সেই দিন থেকেই ববিতাকে নিয়োগপত্র দিতে হবে। এমনকি এই সময়ে বেতন বাবদ যে পরিমাণ টাকা হয় সেটি ববিতাকে দিতে হবে।

   

আদালতের নির্দেশ আগামী ২৭ জুনের মধ্যে ববিতার নিয়োগপত্র তৈরি করতে হবে ডিআই অফিসকে। ৩০ জুন থেকে ববিতা যাতে চাকরিতে যোগ দিতে পারেন, তা সুনিশ্চিত করতে হবে। সুদ সমেত মন্ত্রী কন্যা অঙ্কিতার টাকা দিতে হবে ববিতাকে।

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরিতে দুর্নীতির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ববিতা সরকার। বেআইনি নিয়োগ প্রমাণ হওয়ায় অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই শূন্য পদে ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি কমিশনের কাছে জানতে চান , ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? কমিশনের আইনজীবী জানান, ববিতা সরকারকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular