চোখের নিমেষে শত্রুকে উড়িয়ে দেবে ডিআরডিও’র ‘গোপন অস্ত্র’

মিসাইল উৎক্ষেপণে ফের সাফল্য পেল ডিআরডিও। জানা গিয়েছে, শুক্রবার শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলটির সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। ডিআরডিও কর্মকর্তারা জানিয়েছেন, ওডিশার চাঁদিপুর উপকূলে ভারতীয়…

মিসাইল উৎক্ষেপণে ফের সাফল্য পেল ডিআরডিও। জানা গিয়েছে, শুক্রবার শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলটির সফলভাবে উৎক্ষেপণ হয়েছে।

ডিআরডিও কর্মকর্তারা জানিয়েছেন, ওডিশার চাঁদিপুর উপকূলে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণটি পরিচালিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি শত্রুর যে কোনও বিমান হামলা ধ্বংস করতে পারে। এর গতি, নির্ভুলতা এবং অগ্নিশক্তি এতটাই মারাত্মক যে এটি এমনকি রাডারেও ধরা পড়ে না।

তবে কোন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে তা প্রকাশ করেনি ডিআরডিও। কিন্তু ভারতের এই গোপন অস্ত্র অত্যন্ত মারাত্মক বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় যুদ্ধজাহাজ থেকে যাতে বরাক-১ ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া যায়, তার জন্য এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। দেশীয় অস্ত্র লাগানো যেতে পারে। বারাক-১ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস যৌথভাবে তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রের ওজন ৯৮ কিলোগ্রাম।

বরাক-১ সারফেস টু এয়ার মিসাইলটি ৬.৯ ফুট লম্বা। এর ব্যাস ৬.৭ ইঞ্চি। এর বিশেষত্ব হল ২২ কেজি ওয়ারহেড তার নাকের মধ্যে অর্থাৎ উপরের দিকে নির্দেশিত অংশে স্থাপন করা যেতে পারে।