HomeWest BengalKolkata Cityসিবিআইয়ের মুখে কুলুপ! 'নো কম্প্রোমাইস' জুনিয়র চিকিৎসকদের, এবার কী পদক্ষেপ?

সিবিআইয়ের মুখে কুলুপ! ‘নো কম্প্রোমাইস’ জুনিয়র চিকিৎসকদের, এবার কী পদক্ষেপ?

- Advertisement -

১৪ অগস্ট আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে পেয়েছিল সিবিআই। তার পর থেকে অতিক্রান্ত ৯ দিন। তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে। তা জানতেই শুক্রবার সন্ধ্যায় রাজ্যের আন্দোলনকারী চিকিৎসকদের এক প্রতিনিধি দল গিয়েছিল সিবিআই দফতরে। আন্দোলনকারীদের কিছুই জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, সাক্ষাৎপ্রার্থীদের জানানো হয় যে, বিষয়টি বিচারাধীন। আদালতের নদরদারিতে তদন্ত এগোচ্ছে। ফলে এ বিষয়ে কিছু জানানো যাবে না। এরপরই আন্দোলনকারীদের চিকিৎসকদের প্রতিনিধিরা জানিয়ে দেন, কর্মবিরতি যেমন চলছিল, তেমনই চলবে। প্রতিনিধি দলের তরফে বলা হয়েছে, ‘নো কম্প্রোমাইস’।

মঙ্গলেই নবান্ন অভিযান, রাজ্যের আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

   

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের এক সদস্যের কথায়, ‘তদন্তের অগ্রগতি আমরা জানতে চেয়েছিলাম। তাতে সিবিআই কর্তারা জানিয়েছেন, তদন্তের বিষয় কিছু প্রকাশ করা যাবে না। তাতে আমরা বলি, কিন্তু এর উপর তো নির্ভর করছে আমাদের কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি। তাতে সিবিআই জানিয়েছে, তাদের উপর ভরসা রাখতে। সেই ভরসা হয়ত আমাদের আছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীদের এহেন উত্তরে আমরা মনে করছি, তদন্তের প্রশ্নে ৯ তারিখ যেখানে ছিলাম, আজও সেখানেই আছি। তাই আপাতত আমাদের কর্মবিরতি তোলার প্রশ্ন নেই।’

চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ, অপরাধের আগে নির্যাতিতাকে চোখে চোখে রেখেছিল ধৃত সঞ্জয়

বৃহস্পতিবারই আরজি করের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই অনুরোধে সাড়া দেন দিল্লি এবং কল্যাণী এইমসের চিকিৎসকেরা। কিন্তু, আরজি করের আন্দোলনকারীরা কর্মবিরতি জারি রাখেন।

অশান্তির আবহেই গ্রামের বাড়িতে অনাড়ম্বর জন্মদিন পালন রাধাগোবিন্দ করের

এরপর শুক্রবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম রাজ্যের আন্দোলনকারী চিকিৎসকদের কাছে একই আর্জি জানান। বলা হয়,সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আন্দোলনকারীদের সব শর্তও মেনে নেওয়া হয়েছে। এবার যেন আন্দোলনকারী চিকিৎসকরা কাজ শুরু করেন। তবে, সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে আরজি করের আন্দোলনকারীরা এ দিন সেই অনুরোধে সাড়া দিলেন না।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular