Job Scam: নিয়োগ দুর্নীতির মামলায় আজ অভিষেকের কী হবে?

নিয়োগ দুর্নীতি (Job scam) মামলার রায়দান করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়েছে। জানা গেছে, শুক্রবার সাড়ে দশটা নাগাদ…

Abhishek Banerjee Extends Birthday Greetings to Prime Minister Modi

নিয়োগ দুর্নীতি (Job scam) মামলার রায়দান করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়েছে। জানা গেছে, শুক্রবার সাড়ে দশটা নাগাদ রায় দেবেন বিচারপতি। মূলত তার বিরুদ্ধে ইডির দায়ের করা ECIR খারিজ করার আবেদনই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে হস্তক্ষেপ না করে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক।

Advertisements

যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল দিল্লিতে, সেদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ১৩ সেপ্টেম্বর কলকাতায় সিজিও কমপ্লেক্সে ৯ ঘণ্টারও বেশি ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। ছাতা মাথায় সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘আগে জিরো ছিল, এখন মাইনাস টু। আমাকে ৯৬ ঘণ্টা জেরা করেও কিছু হবে না’।

Advertisements

এর আগে, যখন লিপস অ্যান্ড বাউন্ডসে অফিসে তল্লাশি হয়, তখনই ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। স্রেফ বেআইনিভাবে তল্লাশিই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলা শুনানি প্রক্রিয়া শেষ। আজ, শুক্রবার রায় ঘোষণা।

এদিকে এই মামলাতেই লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান তলব করেছে হাইকোর্ট। অভিষেক এখন দিল্লিতে। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘২০২১ সাল থেকে সব নথিই ওদের কাছে রয়েছে। যেদিন আমায় প্রথম তলব করে, সেদিন থেকে সব নথি ওদের কাছে।’