HomeWest BengalKolkata CityJob Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই চিঠি দিল তিন দফতরে

Job Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই চিঠি দিল তিন দফতরে

- Advertisement -

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার একসঙ্গে তিনটি দফতরকে চিঠি দিল সিবিআই। এর মধ্যে রয়েছে বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে আসে। বেশ কয়েকটি তথ্যকে সামনে রেখে তিনটি দফতরকে চিঠি পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছে সিবিআই। সি বি আই এর তদন্তকারী অফিসাররা জানিয়েছেন গ্রুপ সি মামলার যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবং সেই বছরেই তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন যে পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৭ সালের সেই পরীক্ষার ফলাফলও বেরিয়েছিল। এরপরেই দেখা যায় ২০১৮ সালে নতুন একটি বোর্ড গঠন করা হয়। এবং তাদের যাবতীয় দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন যে, ২০১৬ সালের একটি প্রক্রিয়া চলছে তা কেন ২০১৮ সালের গঠন করা একটি বোর্ডের হাতে দিয়ে দেওয়া হল।

   

দু’বছর ধরে একটি বোর্ড চলছে অথচ দু বছর পরে রাতারাতি বেআইনি ভাবে নতুন একটি বোর্ড গঠন করে তাদের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হল কীভাবে। এখানেই প্যাঁচ এঁটেছে তদন্তকারীদের মনে। মূলত এই ঘটনাটাকে কেন্দ্র করে সিবিআই তরফ থেকে আজ তিনটি দফতরে চিঠি পাঠানো হয়েছে।

একের পর এক নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি সামনে আসছে। ধরা পড়ছে শাসক দলের নেতা মন্ত্রীরা। এর সঙ্গেই আজ শিক্ষা দফতরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। রীতিমতো সাঁড়াশি আক্রমণে পড়েছে শাসক দল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular