Japanese Telecom: বাংলায় ৫০০ কোটির বিনিয়োগ জাপানের

Japanese telecom giant NTT

বাংলায় বিনিয়োগ করছে জাপানের সংস্থা। নিউটাউনে জোরকদমে কাজ চলছে। বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকা। জাপানের বিখ্যাত টেলিকম সংস্থা এনটিটি (Japanese Telecom NTT)। ওই সংস্থা ভারতে তৈরি করছে হায়পারস্কেল ডেটা সেন্টার। নিউটাউনের সিলিকন ভ্যালিতে কাজ চলছে। সাড়ে সাত একর জমিতে কাজ শুরু করেছে জাপানি সংস্থা।

Advertisements

চলতি বছরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি। এই পর্যায়েই ৫০০ কোটি বিনিয়োগ করা হয়েছে। এই পর্যায়ে ৬ মেগা ওয়াটের প্রকল্প হবে। পরে গুরুত্ব বুঝে পরিধি বাড়ানো হবে। বিনিয়োগের অঙ্কও বাড়বে।

নতুন অফিস। নতুন সুযোগ। কর্মসংস্থান। বদলে যাবে বাংলার অর্থনীতি। এমনই আশা করছেন বিশেষজ্ঞরা। নিউটাউন নতুন দিশায় এগিয়ে চলেছে। তারই অঙ্গ জাপানের এনটিটি।

Advertisements

ডেটা সেন্টারে চাকরি। প্রত্যক্ষ কাজের সুযোগ। এর সঙ্গে রয়েছে পরোক্ষ কর্মসংস্থান। কোটি কোটি টাকার লেনদেন। সাধারণের হাতে টাকা। অর্থনীতির সরল হিসেবে, স্বাভাবিকভাবেই বাজারে টাকা খেলবে। অর্থনীতি চাঙ্গা হবে। রাজকোষ ভরবে। সার্বিকভাবে বাংলা তথা দেশের উন্নতি হবে।