HomeWest BengalKolkata Cityweather:অবশেষে ঝেঁপে আসছে বৃষ্টি, সপ্তাহ শেষে পারদ নামার সম্ভবনা

weather:অবশেষে ঝেঁপে আসছে বৃষ্টি, সপ্তাহ শেষে পারদ নামার সম্ভবনা

- Advertisement -

অবশেষে খুশির খবর শোনাল হাওয়া অফিস।হাওয়ার গতিপথ বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে যার ফলে শনিবার থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সর্তকতা জারি করেছে আইএমডি, কলকাতা। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঝড় ও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

এখানেই শেষ নয়, হাওয়া অফিস থেকে জানা গিয়েছে, তাপমাত্রার পারদ কমবে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। শুক্রবার মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেঘলা আকাশ থাকবে রোদের দাবদাহ অনেকটাই কমবে। আগামী সপ্তাহব্যাপী ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিদিন আকাশ মেঘলা থাকবে যে কোন মুহূর্তে ঝড় বৃষ্টি নেমে আসতে পারে জেলাগুলিতে। গরম থেকে স্বস্তি মিলবে অনেকটাই।

   

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকায় শনিবার থেকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সোম ও মঙ্গলবার এই দুদিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলায় জেলায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular