IT: কলকাতার অভিজাত বহুতলে আয়কর তল্লাশি

IT raid in Kolkata bypass residential complex

কর ফাঁকি দেওয়ার অভিযোগ। বাইপাসের ধারে এক আবাসনে আয়করের হানা। ব্যবসায়িকতার আধিকারিক এর বাড়িতে আয়কর তল্লাশি। শহরে আরো ১২ জায়গায় চলছে তল্লাশি। কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে তার প্রেক্ষিতেই চলছে তল্লাশি।

Advertisements

আবার শহরে এজেন্সির অভিযান। বাইপাসের ধারে অবস্থিত অভিজাত বহুতল আবাসনে আয়কর তল্লাশি। বৃহস্পতিবারের সকালবেলাই আইটি কর্তা পৌঁছে গিয়েছেন ওই আবাসনে। জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন আইটি আধিকারিকরা। অভিজাত আবাসনের ইটিসি লবির ১২৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ব্যবসায়ী।

   

সূত্রের খবর, ওই ব্যক্তির কাছে থাকা বিভিন্ন ধরনের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। মূলত আয়কর দফতরের কর্তারা জানতে চাইছেন, এই ব্যক্তি কী ধরনের ব্যবসা করেন, আর্থিক কী কী লেনদেন হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কেরও নথিপত্র খতিয়ে দেখছেন।

Advertisements

ওই ব্যবসায়ীর আয়কর রির্টানের ফাইল চেয়েছেন আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তি নজরে এলে আয়কর দফতর হানা দেয় ফলত প্রশ্ন উঠছে এই ব্যবসায়ীর ক্ষেত্রেও কি তেমনটা ঘটেছে। জানা গেছে, যে ব্যবসা করছেন তার সঠিকভাবে আয়কর দিচ্ছেন কিনা! সবটাই খতিয়ে দেখার জন্য জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি উভয়ই চলছে।