Armando Sadiku: গোল নয়, পয়েন্ট পাওয়াটাই আসল: সাদিকু

ইন্ডিয়ান সুপার লীগে অবশেষে গোল খরা কাটিয়ে উঠেছেন আর্মান্ডো সাদিকু (Armando Sadiku)। বোধহয় টুর্নামেন্টের অন্যতম কঠিন ম্যাচে গোলে ফিরেছেন তিনি। জোড়া গোল করে দলের জন্য…

armando sadiku

ইন্ডিয়ান সুপার লীগে অবশেষে গোল খরা কাটিয়ে উঠেছেন আর্মান্ডো সাদিকু (Armando Sadiku)। বোধহয় টুর্নামেন্টের অন্যতম কঠিন ম্যাচে গোলে ফিরেছেন তিনি। জোড়া গোল করে দলের জন্য নিশ্চিত করেছেন এক পয়েন্ট। ম্যাচের পর সাদিকু জানালেন, পয়েন্ট পেয়ে মাঠ ছাড়টাই আসল কথা, নিজের গোল পাওয়াটা নয়।

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট!

চলতি মরসুমে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohan Bagan Super Giant) জন্য শক্ত গন্ত হিসেবে প্রমাণিত হয়েছে ওড়িশা এফসি। তাদের কাছে হেরেই এএফসি কাপ থেকে ছিটকে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এই পরিস্থিতি বলা হচ্ছিল বুধবার ওড়িশার বিরুদ্ধে বদলা নেওয়ার ম্যাচ মোহন বাগান সুপার জায়ান্টের।

দুই গোলে পিছিয়ে পড়েছিল বাগান। সেই সঙ্গে চোট পেয়ে মাঠ ছেড়েছেন প্রায় চারজন ফুটবলার। বাগানে ফের জাঁকিয়ে বসছিল ওড়িশা এফসির বিরুদ্ধে আরও একবার পরাজয় আশঙ্কা। তখনই মোহন বাগানকে ম্যাচে ফেরালেন আর্মান্ডো সাদিকু। জোড়া গোল করে স্কোরলাইন করেন ২-২, ছয় ম্যাচ পর চলতি ইন্ডিয়ান সুপার লীগে অপরাজিত রইল মোহন বাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন:  Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক 

“প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনও নিজে গোল করি, কখনও গোলের পাস দিই। যখনই গোল করতে পারি, খুশি হই। দলের জন্য একশো শতাংশ দিতে পেরে ভাল লাগছে। দলের জন্য এক পয়েন্ট আনাটাই আমার কাছে সেরা প্রাপ্তি। আলাদা করে কোনও গোলের কথা বলব না”, বলেছেন সাদিকু।

“যদি পাঁচ মিনিটও বেশি পাই শেষে, আমি জানি, আমরা তাতেও গোল করতে পারব। আমার খুব ভাল লাগছে। সমর্থকেরা আমার কাছ থেকে যা চেয়েছিলেন সেটা দিতে পেরেছি। তবে আমাদের দলে চোট পাওয়া খেলোয়াড়ের সংখ্যা এত বেশি যে সেটা চিন্তার বিষয়। তবে কোচ যে রকম বললেন, আমাদের প্রত্যেককে পরষ্পরের প্রতি আস্থা রাখতে হবে।”