Sandeshkhali: ১৪৪ ধারা ভাঙার অভিযোগ, গ্রেফতার নৌশাদ সিদ্দিকি

একাধিক অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে রীতিমতো ফুঁসছে সন্দেশখালির (Sandeshkhali) মানুষজন। তাঁদের একটাই দাবি, যেনতেন প্রকারে গ্রেফতার করতে হবে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। এদিকে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ইতিমধ্যে রাজ্যের শাসক দলের প্রতিনিধি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতা মন্ত্রী, কেন্দ্রীয় দলের লোকেরা সেখানে গিয়েছিলেন। সেই মতো আজ মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। 

 

   

তবে মাঝপথেই ঘটে যায় বড় ঘটনা। সন্দেশখালি সফরে যাওয়ার পথে আটকে দেওয়া হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। তাঁকে সায়েন্স সিটির কাছে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বিধায়ককে রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এদিকে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক। 

 

অন্যদিকে কেন এই গ্রেফতার? এই বিষয়ে পুলিশ জানাচ্ছে, ‘১৪৪ ধারা ভাঙার চেষ্টা করেছিলেন নৌশাদ। সেজন্য গ্রেফতার।’   

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন