ISF: নির্বাচনী কর্মীসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী

isf

বিজেপি তৃণমূল কংগ্রেসের গড়াপেটা খেলা এই বাংলাতে আর খেলতে দেওয়া যাবে না। তাই পদ্মফুল ও ঘাসফুলকে নির্মূল করে সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে হবে, বললেন নওসাদ সিদ্দিকী।

উত্তর ২৪ পরগণার বসিরহাটের দু’নম্বর ব্লক এর খোলাপতায় একটি সিনেমা হলে নির্বাচনী কর্মীসভায় আসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী।তিনি বলেন, ২০২১ থেকে আমাদের লড়াই শুরু হয়েছে। ভাগিদারীর লড়াইয়ে ২০২৪ এর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই ধাপ আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে পেরিয়ে যেতে হবে। কোন হুমকি, চমকানো, ভয়-ভীতি আমাদের রুখতে পারবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, এই বসিরহাটের মাটি থেকে আইএসএফের প্রার্থীকে জিতিয়ে সংসদে পাঠাতে হবে। সেইজন্য আজ থেকেই নির্বাচনী কার্যকলাপ শুরু করে দিতে হবে।

   

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের কাছে যান, গণতান্ত্রিক পথে শৃঙ্খলাবদ্ধভাবে লড়াই করুন। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি, রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি, রাজ্য কমিটির অন্যতম সদস্য ও বসিরহাট লোকসভার পর্যবেক্ষক কুতুবুদ্দিন ফাতেহী সহ বসিরহাট বিধানসভার অন্তর্গত বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন