Advertisements

আজ ঘণ্টা দুয়েক লেটে ছাড়বে এই ট্রেন, যাত্রী হয়রানি এড়াতে আগেই জানাল রেল

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।  

Advertisements

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২৮২৫ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস আজ শালিমার থেকে বেলা ১২টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো ১৫ মিনিটে ছেড়ে যাবে। 

Advertisements

অন্যদিকে দক্ষিণ পূর্ব রেল একগুচ্ছ ফেস্টিভ স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে। ০৬০৭৭ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি স্পেশাল ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চালান হবে। এটি চেন্নাই থেকে রাত ১১:৪৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিনে সকাল ৭:১৫ তে সাঁতরাগাছি পৌঁছাবে। আবার ০৬০৭৮ সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ২ ডিসেম্বর পর্যন্ত প্রতি সোমবার সকাল দশটায় সাঁতরাগাছি ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। চেন্নাইয়ে পরের দিন সাড়ে তিনটেয় পৌঁছাবে এই ট্রেন।

আবার পুরী-শালিমার লাইনে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। এটি হচ্ছে ০৮৪৯০ পুরী-শালিমার স্পেশাল গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে পুরী থেকে ছেড়ে এসেছে। এটি আজ ৮:৫০ এ শালিমার পৌঁছেছে। অন্যদিকে ০৮৪৮৯ শালিমার-পুরী বিশাল আজ সকাল ১০:৫০ এ শালিমার ছেড়ে গিয়েছে। এটি রাত ৮:১৫ তে পুরী পৌঁছাবে। 

প্রসঙ্গত, কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)। 

এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।

Advertisements