Kolkata Alert: কলকাতায় বোমাতঙ্ক, জাদুঘরে বম্ব স্কোয়াড

Indian Museum

এবার বোমাতঙ্ক কলকাতা শহরে। ভারতীয় জাদুঘরে বোমা রাখা আছে! বহু মানুষের মৃত্যু হতে পারে! এমন এক হুমকি বার্তা এল জাদুঘর কর্তৃপক্ষের কাছে। শুক্রবার ভোরে ইমেল মারফত এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। যদিও এই হুমকির ইমেল কে বা কারা পাঠিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। জাদুঘর কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

সূত্রের খবর, শুক্রবার ভোরে কলকাতা জাদুঘরে একটি ইমেল পাঠানো হয়। ওই ইমেলে বলা হয়েছে, কলকাতা জাদুঘরে একাধিক বোমা রাখা হয়েছে। আর তার বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হতে পারে। ইমেল পাওয়ার পরেই পুরো বিষয় তড়িঘড়ি পুলিশকে জানান জাদুঘর কর্তৃপক্ষ। পুলিশের বম্ব স্কোয়াড জাদুঘরে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। জাদুঘরের প্রতিটি ঘর তন্নতন্ন করে খুঁজে দেখা হবে।

   

বোমা থাকার হুমকি বার্তা আসার পর থেকেই জাদুঘর বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের তরফে, আগামী কয়েক ঘণ্টা জাদুঘর বন্ধ থাকার নোটিস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আগত পর্যটকদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরে ফেলা হয়েছে। পথচারীদের ফুটপাত ছেড়ে বড় রাস্তা দিয়ে যেতে বলা হচ্ছে। মোটামুটি আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন