রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান মিগ-২১

MiG-21 Bison aircraft crashes in Rajasthan's Barmer
File Picture

নিউজ ডেস্ক: বুধবার ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান রাজস্থানের বারমের জেলায় ভেঙে পড়ে৷ তবে এই দুর্ঘটনায় পাইলট নিরাপদে রয়েছেন সামরিক মুখপাত্র এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

সামরিক মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় রাজস্থানের বারমের জেলায় ভারতীয় বিমানবাহিনীর মিগ -২১ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন৷ তিনি এখন নিরাপদেই আছেন৷

   

বারমারের পুলিশ সুপার আনন্দ শর্মার মতে, বিমানটি ভুর্তিয়া গ্রামের কাছে পড়ে। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন