ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অনশন আন্দোলন জারি রেখেছেন কলকাতা মেডিকেল কলেজের (Calcutta Medical College) পড়ুয়াদের একাংশ। দুদিন ধরে চলছে এই অনশন।
Advertisements
অনির্দিষ্টকালের অনশনের জেরে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের সংঘাত মেটার সম্ভাবনা এই মুহূর্তে নেই। টানা দুদিন না খেয়ে অনশনকারী ৫ সদস্যর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। দুজনেরই রক্তচাপ কমছে। তবে তারা অনড় ছাত্রসংসদ নির্বাচনের জন্য।
কর্তৃপক্ষের দাবি, আলোচনার দরজা খোলা আছে। তবে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি জটিল। অনির্দষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন ৫ জন চিকিৎসক পড়ুয়া।
Advertisements
অনশনকারী পড়ুয়ারা বলছেন, কলেজ কাউন্সিল মানি না। কারণ সেখানে কোনও ছাত্র প্রতিনিধি নেই। আমরা নির্বাচন চাই। তাই আমরা আন্দোলন করছি।
