ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের পদত্যাগের সম্ভাবনা

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে ৯ ম্যাচ খেলে ৬ টা খেলাতেই হেরে বসেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। মাত্র তিন ম্যাচে জয় পেয়েছে লাল…

Stephen Constantine predicts future of East Bengal Football Club

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে ৯ ম্যাচ খেলে ৬ টা খেলাতেই হেরে বসেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। মাত্র তিন ম্যাচে জয় পেয়েছে লাল হলুদ শিবির। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে ভক্তরা যারপরনাই ক্ষিপ্ত, অসন্তুষ্ট প্রিয় দলের অফফর্ম নিয়ে।  এরই মধ্যে সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ইস্টবেঙ্গল এফসির হেডকোচ পদ থেকে স্টিফেন কনস্টাটাইনের (Stephen Constantine) পদত্যাগের সম্ভাবনা ঘিরে জল্পনা দেখা দিয়েছে।

সূত্রে খবর,লাল হলুদ ব্রিগেডের বৃটিশ কোচ স্টিফেন কনস্টাটাইন দলের অন্দরমহলে ছেলেদের ফর্মের ধারাবাহিকতার অভাব নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন।তুলোধোনা করেছেন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। সূত্র মারফৎ জানা গিয়েছে, কনস্টাটাইন টিমের ফুটবলারদের বলেছেন এখানে সবাই পেশাদার ফুটবলার।তাহলে কেন তারা ভুলের রিপিট টেলিকাস্ট করে চলেছে।

সূত্রে এও জানা গিয়েছে, কনস্টাটাইন হতাশার সঙ্গে অত্যন্ত কড়া ভাষায় বলেন যে,পেশাদার ফুটবলারের ছিটেফোঁটাও টিমের খেলোয়াড়দের মধ্যে নেই,এমন অবস্থায় কিভাবে ভবিষ্যৎ’এ একসাথে আদৌ চলা সম্ভব কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসে গিয়েছে। আর এই জায়গা থেকেই যত জল্পনার শুরু।

মনে করা হচ্ছে ISL সেশনের মাঝপথে ইস্টবেঙ্গল এফসির সাহেব কোচ স্টিফেন কনস্টাটাইন হেডকোচ পদ থেকে ইস্তফা দিতে পারেন।যেভাবে দলের অন্দরমহলে ফুটবলারদের সঙ্গে তার তিক্ততা তৈরি হয়েছে, তাতে করে ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচের পদ থেকে পদত্যাগের সম্ভাবনা জোরাল হয়ে উঠেছে।