HomeBusinessরাজ্যে মহার্ঘ সুরা, কোন কোন মদের উপর কী হারে বাড়ছে দাম?

রাজ্যে মহার্ঘ সুরা, কোন কোন মদের উপর কী হারে বাড়ছে দাম?

- Advertisement -

পুজোর আগেই মাথায় হাত সুরাপ্রেমীদের। পশ্চিমবঙ্গে বাড়চে চলেছে মদের দাম। ১৪ অগস্ট থেকেই বর্ধিতহারে মদের দাম কার্যকর হবে। এক ধাক্কায় প্রায় কয়েক শতাংশ দাম বাড়তে পারে মদের। এর আগে বিয়ারের দাম এক দফায় বেড়ে তা ফের কমেছিল পশ্চিমবঙ্গে। তবে এবার ফের বাড়তে চলেছে বিয়ারের দাম। সঙ্গে অন্যান্য মদের দামও বাড়বে রাজ্যে।

রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে পশ্চিমবঙ্গে। এদিকে দেশি মদের দাম বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এই আবহে ২৬ জুলাইয়ের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছিল। ২৯ জুলাই সেই সংক্রান্ত বিড খোলা হবে।

   

এরপর ১৪ অগস্ট থেকে নয়া দাম কার্যকর হবে পশ্চিমবঙ্গে।

২০২১ সালে পশ্চিমবঙ্গে মদের দাম বেড়েছিল। তারপর ২০২২ সালে বিয়ারের দাম কমেছিল। এবার ফের বাড়বে মদের দাম। রিপোর্ট অনুযায়ী, ৬০০ মিলিলিটারের যে দেশি মদের বোতলের দাম বর্তমানে ১৫৫ টাকা, তা বেড়ে ১৬০ টাকা হতে পারে। আর ৩০০ ও ৩৫০ মিলিলিটারের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ এবং ৯৫ থেকে বাড়িয়ে ১০০ করা হতে পারে।

বাজেটের প্রভাব এবার আইফোনে, এই ৭ মডেলের দাম কমাল অ্যাপল

এদিকে যে সব বিয়ারের বোতলের দাম বর্তমানে ১৩৫ টাকা করে, তা একলাফে ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়া মেড ফরেন লিকারের বোতলের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাংলায়।

২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে রাজ্য। ১৮ হাজার কোটি টাকা এসেছে মদ থেকেই। সব থেকে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় ও বাড়াতে চায় রাজ্য। ফলে বাড়ানো হচ্ছে আবগারি শুল্ক। সে জন্যই মূলত দাম বাড়বে মদের।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular