BGBS: শিল্পপতিরা পশ্চিমবঙ্গে কত টাকা বিনিয়োগ করেছেন? প্রশ্ন তুললেন নওশাদ

Nawsad Siddique

বিজিবিএস সম্মেলন উদ্বোধনের ঠিক আগে বিধায়ক নওশাদ সিদ্দিকির(Nawsad Siddique) প্রশ্ন, শিল্পপতিরা যেভাবে এসেছিলেন পশ্চিমবঙ্গে কত টাকা বিনিয়োগ করেছেন? এই বিনিয়োগের ফলে কত রাজস্ব এসেছে বিগত বছরগুলোতে? নওশাদের প্রশ্নে সরগরম রাজনৈতিক মহল। ২১ ও ২২ নভেম্বর নিউটাউনে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।

শিল্প সম্মেলনের আগে নওশাদ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিল্প বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করছি শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পেয়েছেন তার ডেটা দিন। এই তথ্যগুলো দিয়ে আজকের শিল্প সম্মেলনের সূচনা করবেন। বিগত শিল্প সম্মেলনের নামে ট্যাক্সের টাকা উচ্ছন্নে দেওয়া হয়েছে।

   

কলকাতায় আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে মুম্বই থেকে উড়ে আসছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি। এছাড়াও থাকবেন অম্বুজা নেওটিয়া এবং হীরানন্দানি গোষ্ঠীর কর্ণধার। গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারপার্সন সঞ্জীব গোয়েঙ্কা, আইটিসি-র এমডি সঞ্জীব পুরী, টিসিজি গ্রুপের পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রিয়েল এস্টেটের অন্যতম কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া, উইপ্রো গ্রুপের কর্ণাধার আজিম প্রেমজির ছেলে, জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দালের মতো বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত থাকবেন। তবে আদানি গোষ্ঠীর চেয়ারপার্সন গৌতম আদানিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। একইভাবে অনিশ্চিত হীরানন্দানি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন