HomeWest BengalKolkata CityHot Weather: আরও বাড়বে গরম, বিভিন্ন জেলায় লু-এর অ্যালার্ট জারি

Hot Weather: আরও বাড়বে গরম, বিভিন্ন জেলায় লু-এর অ্যালার্ট জারি

- Advertisement -

বাংলা যেন মিনি মরুভূমিতে পরিণত হয়েছে। অন্তত দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Hot Weather) পরিস্থিতি দেখে সাধারণ মানুষ বলতে শুরু করে দিয়েছেন যে এবার হয়তো রাস্তায় উট দেখাই বাকি। যাইহোক, আগামী দিনে আরও গরম বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আপনি জানলে অবাক হবেন, বাংলার পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রি অবধি পৌঁছে জেতে পারে বলে খবর। যদিও সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, এই ঘূর্ণাবর্ত কি স্বস্তির বৃষ্টি বয়ে আনবে? জানা যাচ্ছে, সপ্তাহের শেষে তাপপ্রবাহের দাপট বাংলায় বাড়বে বলে খবর। আজ শুক্রবার ও শনিবার বাংলার বেশ কিছু জেলায় তাপপ্রবাহ বইবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম। আগামী শনিবার অবধি এই জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট চলবে বলে খবর। বইতে পারে লু।

   

যদিও রবিবার থেকে বাংলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো মৌসম ভবন। সপ্তাহের শেষেই মূলত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

৬ এপ্রিল পর্যন্ত কর্ণাটক, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার বুলেটিন অনুসারে, আজ এবং আগামীকাল ওড়িশা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে রাতের উষ্ণ পরিস্থিতি বিরাজ করবে, আজ এবং ছত্তিশগড়েও একই অবস্থা রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular