- Advertisement -
আনিস খানের মৃত্যু মামলায় সিটের ওপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে বৃহস্পতিবার হাইকোর্ট আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।
এদিন হাইকোর্ট জানিয়েছে, জেলে জজের পর্যবেক্ষণে ময়নাতদন্ত হতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতে আনিস খানের ফোন সিল করবে সিট। তারপর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে। হায়দরাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য ছাত্রনেতার ফোন পাঠাতে হবে। ফোনের সকল তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। এরপর তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের।
এদিকে আগামী দিনে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন আনিস খানের বাবা। তিনি জানিয়েছেন, আমতা থানার ওসিকে গ্রেফতার করতে হবে। সেইসঙ্গে প্রধান ও উপপ্রধানকে গ্রেফতার করতে হবে। যেখানে মৃতদেহ আছে সেখানে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।
- Advertisement -
