রাজ্যপালের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টের

জানুয়ারি মাসে সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেইসময় আইনজীবি রমাপ্রসাদ সরকারের আবেদন জানান, দ্রুত বদলি করা…

জানুয়ারি মাসে সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেইসময় আইনজীবি রমাপ্রসাদ সরকারের আবেদন জানান, দ্রুত বদলি করা হোক রাজ্যপালকে। এবার এই মামলাতেই কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার তাঁর বিরুদ্ধে ওঠা মামলা খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে এই মামলা বলে খবর।

Advertisements

আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এই মামলার কোনও ভিত্তি নেই। তাই আবেদন খারিজ করা হল।

Advertisements

আদালত মনে করছে, সংবিধানে তাঁকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। সংবিধানের ৩৬১ নং ধারা অনুযায়ী রাজ্যপালকে নোটিশ দেওয়া যায় না। আদালতের কাছে উত্তর দিতে তিনি বাধ্য নন।

গত জানুয়ারি মাসে আইনজীবি রমাপ্রসাদ সরকারের আবেদন জানান, দ্রুত বদলি করা হোক রাজ্যপালকে।মামলাকারীর মতে, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানীয় পদ রাজ্যপাল। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য এক কথায় যাকে বলা যায় ‘ডিগনিটি’, তা আলাদাই হওয়া উচিৎ।