DA protest: মমতার অস্বস্তি বাড়ল, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের নির্দেশ হাইকোর্টের

West Bengal CM Mamata Banerjee at a rally

রাজ্য সরকারকে অবিলম্বে ডিএ আন্দোলনকারীদের (DA protest) সাথে বৈঠকে বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অস্বস্তি। কারন তিনি দাবি মত ডিএ দিতে অপারগ বলেছেন। আবার আন্দোলনকারীরা়ও অনড়। ৭০ দিন ধরে শহিদ মিনারের সামনে ধর্না জারি রেখেছেন তারা

Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

   

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন জারি রেখেছে রাজ্যের একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। ধর্মঘট, পেন ডাউন বা সিজ ওয়ার্ক করে প্রতিবাদের জোর আরও বাড়াচ্ছেন সরকারি কর্মীরা।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

কাজ বন্ধ রাখার ফলে ৪৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনটাই অভিযোগ তুলে মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। আদালতের তরফে আগামী ১৭ তারিখের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে বলা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন