Heavy Rainfall: বিশ্বকর্মা পুজোর দিনে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কয়েকটি জেলায়

সপ্তাহান্তে ফের একবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টি (Heavy Rainfall)-এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। Advertisements তবে দক্ষিণবঙ্গবাসীর…

সপ্তাহান্তে ফের একবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টি (Heavy Rainfall)-এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Advertisements

তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর দেয়নি হাওয়া অফিস। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। এরই পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

এদিকে কলকাতায় এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া মোরগ। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যার ফলে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা দেখা দিচ্ছে আগামী দিনে।