Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata CityHeavy Rainfall: ঘূর্ণাবর্তের চোখ রাঙানির জেরে শনি-রবি প্রবল বৃষ্টির পূর্বাভাস

Heavy Rainfall: ঘূর্ণাবর্তের চোখ রাঙানির জেরে শনি-রবি প্রবল বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

পুজোর শপিং করার প্ল্যান? তাহলে সেই পরিকল্পনার জল ঢালতে চলেছে বৃষ্টি। কারণ ঘূর্ণাবর্তের চোখ রাঙানির জেরে শনি-রবি প্রবল বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা। সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া মোরগ জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি, ভ্যাপসা গরম বাড়তে পারে। যদিও বেলার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

   

হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, শুক্রবার শনিবার ও রবিবার বাড়বে বৃষ্টিপাত। শনিবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা- দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া পশ্চিম মেদিনীপুরের একাংশেও হতে পারে ভারী বৃষ্টিপাত। রবিবার সেখানেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular