বিজেপির নবান্ন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে নবান্ন অভিযানে বাধ সাধবে আবহাওয়া? এদিকে মঙ্গলবারও আকাশ কালো করে গোটা রাজ্যজুড়ে বৃষ্টি (Heavy Rainfall) হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলেও এই বৃষ্টি বজায় থাকবে। সেইসঙ্গে বুধবারেও অব্যাহত থাকবে বৃষ্টি।
Advertisements
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবারও প্রায় সারাদিনই কলকাতা এবং লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টি চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতার একাধিক জায়গায় জল থৈ থৈ অবস্থা।
Advertisements
হাওয়া মোরগ জানিয়েছে, ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলায়।


