পুলিশ নিয়োগ মামলায় ৩৩ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

কেলেঙ্কারি মামলায় ফের সরব হল CBI। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের এসআই নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু, দিল্লির…

CBI west bengal

কেলেঙ্কারি মামলায় ফের সরব হল CBI। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের এসআই নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু, দিল্লির ৩৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।

এদিন জম্মু ও কাশ্মীর এসএসবি-র পরীক্ষা নিয়ন্ত্রণকারী খালিদ জাহাঙ্গির ও অশোক কুমারের বাড়িতে অভিযান চালায় সিবিআই-এর আধিকারিকরা। যে জায়গাগুলিতে তল্লাশি চালানো হয়েছিল তার মধ্যে প্রাক্তন চেয়ারম্যান, জেকেএসএসবি (জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড) এর পরীক্ষা নিয়ন্ত্রক, জম্মু ও কাশ্মীর পুলিশের কয়েকজন কর্মকর্তা, একজন ডিএসপি (ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ) এবং সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সহ জম্মু ও কাশ্মীর পুলিশের কিছু কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

   

জেকেএসএসবি-র প্রাক্তন চেয়ারম্যান খালিদ জাহাঙ্গির এবং জেকেএসএসবি-র পরীক্ষা নিয়ামক অশোক কুমার অবধি CBI-এর নজরে রয়েছেন।