HomeWest BengalKolkata Cityঠাকুরবাড়ির অশান্তিতে সিট গঠনের নির্দেশ, জামিন হবে ভক্তদের

ঠাকুরবাড়ির অশান্তিতে সিট গঠনের নির্দেশ, জামিন হবে ভক্তদের

- Advertisement -

ঠাকুরবাড়ির অশান্তি নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

জানা গেছে, সেই মামলায় রাজ্য পুলিশের ডিজি-কে সিট গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয়, মামলকারীর অভিযোগ এফআইআর হিসাবে গ্রহণ করতে হবে।

   

এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে এই তদন্তের দায়িত্ব দিতে হবে। যে সব ভক্তদের গ্রেফতার দেখানো হয়েছে, তাঁদের জামিন দিতে হবে। তাঁরা তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দুদিন দু ঘণ্টার জন্য দেখা করবেন।

উল্লেখ্য, সেদিনের ঘটনার পর মন্দির ও চাঁদ পাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৮ জুলাই তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে তদন্তকারী অফিসারকে।

মামলাকারী শান্তনুর বক্তব্য ছিল, ১১ জুন পাঁচ হাজার পুলিশ মতুয়া মন্দিরে যায়। সেখানে তখন রথের জন্য মিটিং চলছিল। বহু ভক্তের সমাগম ছিল মন্দির চত্বরে। সেই সময় পুলিশ মারধর করে বলে অভিযোগ।

মামলাকারীর বক্তব্য, এই ঘটনায় আবার পুলিশই পাঁচটি এফআইআর করে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, প্রায় সব মামলার বয়ান একই। শুধু বিভিন্ন নামে অভিযোগ দায়ের করা হয়। প্রায় একই সময়ে, একই দিনে।

প্রসঙ্গত, গত রবিবার কয়েকশো পুলিশ কর্মী ঠাকুরবাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মতুয়া ধামে মিছিল করতে চেয়েছিলেন। কিন্তু তাতে সম্মতি ছিল না মতুয়া সম্প্রদায়ের। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular