HomeWest BengalKolkata CityHowrah: মোদীর বন্দে ভারত উদ্বোধনে হাওড়ায় বিপাকে হকাররা

Howrah: মোদীর বন্দে ভারত উদ্বোধনে হাওড়ায় বিপাকে হকাররা

- Advertisement -

পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হাওড়া স্টেশন (Howrah) পরিদর্শন করবেন তিনি৷ জোর কদমে চলছে প্রস্তুতি। নিরাপত্তার কারণে তুলে দেওয়া হয়েছে স্টেশন চত্বর লাগোয়া হকারদের দোকান। বন্ধ থাকছে তিনটি প্ল্যাটফর্মের ট্রেন চলাচল।

জানা গেছে, ২৯ ডিসেম্বর রাত ১২ টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২ টো অবধি বন্ধ থাকবে ট্রেন চলাচল। নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বরে বন্ধ থাকবে ট্রেন চলাচল। তবে তিন প্ল্যাটফর্মে আসা সমস্ত ট্রেন অন্য প্ল্যাটফর্মে দাঁড়াবে বলেই জানা গেছে।

   

সরিয়ে দেওয়া হয়েছে হকারদের স্টল। এমনকি ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে রেল অনুমোদিত খাবারের স্টলগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ৩১ তারিখ থেকে আবার সবাই বসতে পারবে। মূলত প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণেই সাময়িকভাবে হকারদের তুলে দেওয়া হয়েছে বলে দাবি জিআরপি ও আরপিএফ অফিসারদের। নিরাপত্তা খতিয়ে দেখছে এসপিজি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে এক্সপ্রেসের উদ্বোধন করবেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাবে ট্রেনটি। রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বন্দে ভারত উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular