ED:শিল্পপতি হর্ষ নেওটিয়াকে ইডির তলব, মঙ্গলে দিলেন হাজিরা

harsh neotia

বিখ্যাত শিল্পপতি হর্ষ নেওটিয়াকে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা ইডির তলব। মঙ্গলবার তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য গিয়েছেন। মঙ্গলবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে তাঁকে ইডি তলব করেছে। তবে নির্দিষ্ট করে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে? কিন্তু সে বিষয়ে মুখ খোলেননি শিল্পপতি।

দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের দেওয়া চার্জশিটে একাধিক কনস্ট্রাকশন কোম্পানির নাম রয়েছে। নিয়োগের কালো টাকা এই কোম্পানিগুলির মাধ্যমে সাদা করারও অভিযোগ ওঠে। সুজয়কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রেও শহর কলকাতার একটি নামী নির্মাণ সংস্থার নাম উঠে এসেছিল। নেওটিয়া গোষ্ঠীও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তবে আপাতত সঠিক কোন দুর্নীতি মামলায় তাঁকে ইডি তলব করেছে সেটা স্পষ্ট নয়।

   

প্রসঙ্গত এর আগে ২০১৫ সালে হর্ষ নেওটিয়া ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন। সেক্ষেত্রে অবশ্য সারদা মামলায় তলব করা হয়েছিল তাঁকে।এইদিন সকালে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বিশেষ কোনও উত্তর দিলেন না। তিনি বললেন, ” যা বলার বেরিয়ে বলব।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন