কলকাতা, ৩ নভেম্বর: সোমবারের সকাল হতেই কলকাতার হরিদেবপুরে (Haridevpur) শুরু হলো আতঙ্কের চিত্র। শান্ত আবাসিক এলাকায় আচমকা গুলির শব্দে ঘুম ভাঙল স্থানীয় বাসিন্দাদের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল প্রায় সাতটা নাগাদ হরিদেবপুর থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের এক গলিতে দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে এসে প্রকাশ্যে গুলি চালায় এক মহিলাকে লক্ষ্য করে। ঘটনাস্থলে চিৎকার, হুড়োহুড়ি শুরু হয় মুহূর্তের মধ্যেই।
গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার (৩৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত এমআরআই বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রেখেছেন।
ঘটনার পর মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। উদ্ধার হয়েছে একাধিক গুলির খোসা। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দুই চাকার বাইকে চেপে এসেছিল এবং ঘটনাটি ঘটানোর পর দ্রুত এলাকা ছেড়ে পালায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই সময় গলির মধ্যে বেশ কিছু দোকান খুলছিল। হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কে ছুটে লুকিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক দোকানদার জানান, “দু’জন ছেলে বাইকে এসে হঠাৎই গুলি চালায়। সবাই বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়। ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়েন।”


