দুয়ারে ‘বর’ প্রকল্প! ভরা বাজারে হাঁকা হচ্ছে বরের দাম

ভ্যানের উপর বসে আছে বর। সেই বরের দর হাঁকাচ্ছে ফেরিওয়ালা। ৫০০ থেকে শুরু বরের দাম। সবচেয়ে দামী বরের দাম ৫০০০। এমনই দৃশ্য দেখা যাচ্ছে পূর্ব…

bardhaman

ভ্যানের উপর বসে আছে বর। সেই বরের দর হাঁকাচ্ছে ফেরিওয়ালা। ৫০০ থেকে শুরু বরের দাম। সবচেয়ে দামী বরের দাম ৫০০০। এমনই দৃশ্য দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে। শুধু তাই নয় ফেরীওয়ালার গলায় শোনা যাচ্ছে যে ৫০০ টাকার বরের কোনও গ্যারন্টি নেই। এমনই আজব কাণ্ডে, চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছর সেখানে রঙ্গ-তামাশা হয়। তিন দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামে উন্মাদনা থাকে। এ বার গাজন উপলক্ষেই এই বর ফেরি! ফেরিওয়ালাদের সঙ্গে দরদাম করলেন গ্রামবাসীরাও। কেউ কেউ একটু ঠাট্টা করে বললেন, ‘‘এ যেন একেবারে দুয়ারে বর পরিষেবা!’’

Advertisements

এক পুরোহিত সংবাদমাধ্যমকে জানান যে,দীর্ঘ দিনের পুরানো রীতি মেনেই খণ্ডঘোষের রায়পাড়া, ভট্টাচার্যপাড়া ও বোসপাড়া মিলিয়ে তিন দিনের বুড়ো শিবের গাজন হয়ে আসছে। গাজনে এলাকার ১০০-১৫০ জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজোপাঠে অংশ নেন।

প্রসঙ্গত দেখা গিয়েছে একটি ভ্যানের উপরে বসে আছে পাঞ্জাবি পায়জামা পরে ভ্যানের উপরে বসে আছে বর সেজে কয়েকজন। গায়ে সাঁটা বরের দাম। রীতিমতো মাইকিং করে বিক্রির জন্য হাঁকা হচ্ছে দাম। জানা গিয়েছে,গ্রামেরই কয়েক জনকে বর সাজানো হয়েছে গ্রামবাসীদের আমোদের জন্য। এই প্রসঙ্গে এক তৃণমূল নেতার বক্তব্য, ” মানুষ উৎসবে আনন্দ পান। মজাও লাগে। বর ফেরি অন্যতম আকর্ষণ।”