বিয়ের মরশুমের আগে ধাক্কা, একলাফে বাড়ল সোনার দাম

Gold Turns Costlier Before Wedding Rush, Prices See Sudden Spike
Gold Turns Costlier Before Wedding Rush, Prices See Sudden Spike

নতুন বছরের শুরুতে সোনার (Gold Price) বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। বছরের প্রথম ক’দিনে হলুদ ধাতুর দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছিল, যার ফলে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের মধ্যে আশা জেগেছিল যে হয়তো এবার সোনা কেনা কিছুটা সহজ হবে। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। (Gold Price) সপ্তাহের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। আজ বুধবার, ৭ জানুয়ারি গতকালের তুলনায় আবারও খানিকটা বেড়েছে সোনার দর। এর ফলে ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার দাম ফের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত পরিবারের কাছে।

বিশেষ করে বিয়ের মরশুম সামনে থাকায় সোনার দামের (Gold Price) এই বৃদ্ধি বাড়তি চাপ তৈরি করছে। বাঙালি পরিবারে বিয়ে মানেই সোনার গয়নার বিশেষ গুরুত্ব। কিন্তু প্রতিদিন দাম বাড়তে থাকায় অনেকেই গয়না কেনার পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন। আবার অনেকে বাধ্য হয়েই বেশি দাম দিয়েই সোনা কিনছেন, কারণ সামাজিক ও পারিবারিক প্রয়োজন এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

   

আজকের দিনে দেশের বিভিন্ন বড় শহরে সোনার দরে দেখা যাচ্ছে সামান্য তারতম্য। কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৮৫০ টাকা। একইভাবে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৪৮০ টাকা। গত কয়েকদিনের তুলনায় এই দাম কিছুটা বেশি, যা ক্রেতাদের ভাবিয়ে তুলছে।

দিল্লিতেও সোনার দামে (Gold Price) ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৪১০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৯৮০ টাকা। দিল্লির বাজারে কলকাতার তুলনায় দাম সামান্য কম হলেও, সামগ্রিকভাবে দাম যে বাড়তির দিকেই যাচ্ছে, তা স্পষ্ট। মুম্বইয়ের বাজারেও চিত্র প্রায় একই রকম। দেশের আর্থিক রাজধানীতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৮৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম (Gold Price) ১ লক্ষ ৩৯ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ কলকাতা ও মুম্বইয়ের সোনার দরে কার্যত কোনও পার্থক্য নেই। এতে বোঝা যাচ্ছে, দেশের প্রধান মহানগরগুলিতে সোনার বাজারে একই রকম চাপ বজায় রয়েছে।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন