HomeBharatবাজেটের পর লাগাতার কমছে সোনা-রুপোর মূল্য, সপ্তাহান্তে কলকাতায় দাম কত?

বাজেটের পর লাগাতার কমছে সোনা-রুপোর মূল্য, সপ্তাহান্তে কলকাতায় দাম কত?

- Advertisement -

কেন্দ্রীয় বাজেটের পর থেকে লাগাতার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) পতন লক্ষ্য করা যাচ্ছে। আজও তার ব্যতিক্রম ঘটল না। আজও এই দুই মহামূল্যবান ধাতুর দাম নিম্নমুখীই হয়ে রয়েছে।

আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জানলে খুশি হবেন, আজ সোনা এবং রুপোর দাম আর নতুন করে বাড়েনি বা কমেওনি। ২৪, ২২ এবং ১৮ ক্যারটে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। আজ প্রথমেই আলোচনা করা যাক ২২ ক্যারটের সোনার দাম নিয়ে। শুক্রবার ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৬৪,০০০ টাকা। ১০০ গ্রামের দাম বিক্রি হচ্ছে ৬,৪০,০০০ টাকায়।

   

জানেন আজ শহরে ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, শহরে আজ ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৬৯,৮২০ টাকায়। এছাড়া ১০০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬,৯৮,২০০ টাকায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার আসা যাক ১৮ ক্যারটের প্রসঙ্গে। আজ শুক্রবার শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫২,৩৭০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম মিলছে ৫,২৩,৭০০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও নিম্নমুখীই রয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম বিক্রি হচ্ছে ৮৪৫০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম বিক্রি হচ্ছে ৮৪,৫০০ টাকায়। মঙ্গলবার ২৩ জুলা সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে গোল্ড-রুপো নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। বস্তুত, বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনা ও রুপোর উপর কাস্টমস ডিউটি বিপুল হারে কমানোর কথা ঘোষণা করেছেন। সোনা ও রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। এতে করে সকলেই  উপকৃত হয়েছেন এবং বাজারে চাহিদা বৃদ্ধি পেয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular