HomeBharatগণেশ চতুর্থীর আগে বিরাট সস্তা হল সোনা, ১০০০ টাকা অবধি কমল রুপোর...

গণেশ চতুর্থীর আগে বিরাট সস্তা হল সোনা, ১০০০ টাকা অবধি কমল রুপোর দাম

- Advertisement -

সপ্তাহের তৃতীয় দিনেও সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। এমনিতে বিগত কয়েক মাস ধরে এই দুই মহামূল্যবান ধাতুর রেট ওঠানামা করছে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এমনিতে সোনা কিংবা রুপোর যা দাম তাতে করে কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষজনের। তবে আজ বুধবার ৪ সেপ্টেম্বর সোনা-রুপোর দাম বাড়ল না কমল জানেন? জানতে চোখ রাখুন লেখাটির ওপর।

জানলে খুশি হবে, আজও সোনা ও রুপোর দাম নিম্নমুখীই থাকল। হ্যাঁ ঠিকই শুনেছেন। নতুন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিসে মানুষ ব্যাপক স্বস্তি পেয়েছেন। আর তা হল সোনা ও রুপোর দাম। আজ বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে ব্যাপক চমক লক্ষ্য করা গেল। সামনেই রয়েছে গণেশ চতুর্থী। তবে তার আগে সোনা ও রুপোর দাম নিম্নমুখী থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। বিশেষ করে স্বস্তি পেয়েছেন কলকাতার মানুষ।

   

আজ ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৬,৬৯০ টাকায়। ১০০ গ্রামে ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৬৬,৯০০ টাকায়। এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭২,৭৬০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,২৭,৬০০ টাকায়।

আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? জানেন কি আজ তিলোত্তমায় ১৮ ক্যারটে সোনা কত টাকায় মিলছে? তাহলে জানিয়ে রাখি, আজ শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৪,৫৬০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,৪৫,৬০০ টাকায়।

আজ সবথেকে বেশি চমক লক্ষ্য করা গিয়েছে রুপোর দামে। আজ রুপোর দাম ১০০০ টাকা অবধি সস্তা হয়েছে। জানা গিয়েছে, এদিন শহরে ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৫০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ১০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৫,০০০ টাকায়।

বর্তমানে সোনা বা রুপোর দাম জানার জন্য আর দোকানে যেতে হবে না। আপনি একটি মিসড কলের মাধ্যমে সোনা ও রুপোর দাম পরীক্ষা করতে পারেন। এর জন্য 8955664433 নম্বরে ফোন করতে হবে। মিসড কলের কিছুক্ষণ পর এসএমএসের মাধ্যমে আপনি রেট জানতে পারবেন। এছাড়াও, আপনি অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com পরিদর্শন করেও হারটি পরীক্ষা করতে পারেন।

 

 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular