HomeBusinessবিয়ের আগাম প্রস্তুতি? কলকাতার গয়নার বাজারে ২২ ক্যারেটের দাম কত হল জানেন

বিয়ের আগাম প্রস্তুতি? কলকাতার গয়নার বাজারে ২২ ক্যারেটের দাম কত হল জানেন

- Advertisement -

সোনার দামে ফের একবার চমক দেখা যাচ্ছে।(Gold price) আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে ইরান-ইজরায়েল সংঘাতের ফলে বিশ্ববাজারে মূল্যবান ধাতুর চাহিদা বেড়ে গিয়েছে। এর প্রভাব সরাসরি(Gold price) পড়েছে ভারতীয় বাজারে। গত এক মাসে সোনার দাম একাধিকবার রেকর্ড স্পর্শ করেছে। বর্তমানে খাঁটি ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে এবং ২২ ক্যারাটের দামও ৯২ হাজারের উপরে(Gold price) 

আজ, ১৯ জুন ২০২৫ – শহরভিত্তিক সোনার দাম (১০ গ্রাম)(Gold price) 

  • কলকাতা:

    ২২ ক্যারাট – ৯২,৬৫০

    ২৪ ক্যারাট – ১,০০,০৮(Gold price) 

  • দিল্লি:(Gold price) ২২ ক্যারাট – ₹৯২,৮০০

  • (Gold price) ২৪ ক্যারাট – ₹১,০০,১২০

  • মুম্বই:(Gold price)

  • ২২ ক্যারাট – ৯২,৬৫০

    ২৪ ক্যারাট – ১,০০,০৮০

  • আহমেদাবাদ:

    ২২ ক্যারাট – ৯২,৭০০

    ২৪ ক্যারাট – ৯৯,৯৭(Gold price) 

  • পুনে:

    ২২ ক্যারাট – ৯২,৬৫০(Gold price)

  • ২৪ ক্যারাট – ১,০০,০৮০

  • জয়পুর:(Gold price) 

    ২২ ক্যারাট – ৯২,৮০০

    ২৪ ক্যারাট – ১,০০,১২০

  • বেঙ্গালুরু:

    ২২ ক্যারাট – ৯২,৬৫০

    ২৪ ক্যারাট – ১,০০,০৮০

  • লখনউ:(Gold price)

  • ২২ ক্যারাট – ৯২,৮০০

    ২৪ ক্যারাট – ১,০০,১২০

  • চেন্নাই:

  • (Gold price)

  • ২২ ক্যারাট – ৯২,৬৫০

    ২৪ ক্যারাট – ১,০০,০৮০

কেন বাড়ছে দাম(Gold price) 

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, (Gold price) বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। একইসঙ্গে মার্কিন ডলার দুর্বল হওয়ায় সোনার আন্তর্জাতিক মূল্য বেড়েছে। এর প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও।(Gold price) 

   
- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular