HomeWest BengalKolkata Cityধস নামল সোনার দামে, লক্ষ্মীবারে ক্রেতাদের মুখে হাসি

ধস নামল সোনার দামে, লক্ষ্মীবারে ক্রেতাদের মুখে হাসি

- Advertisement -

সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও নিম্নমুখী হল সোনার দাম। গত দু’দিন ধরে সামান্য ওঠানামার পর বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হলুদ ধাতুর দরে দেখা গেল নতুন পতন। বিয়ের মরশুমে এই দাম কমার খবরে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। কারণ বিয়ে-আনুষঙ্গিক কেনাকাটা, সোনা-গয়না বা বিনিয়োগ—সব ক্ষেত্রেই সোনার দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোনার আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব যেমন ভারতের বাজারে পড়ছে, তেমনই দেশীয় চাহিদার ওঠানামাও সোনার দরে সরাসরি প্রভাব ফেলছে। নভেম্বর-ডিসেম্বরে যেহেতু বিয়ের মরশুম থাকে, সেই কারণে এই সময় সোনার চাহিদা বাড়ে। তবে দামের পতন হওয়ায় অনেক ক্রেতারাই এখন সুযোগ নিতে চাইছেন নতুন গয়না কেনার কিংবা পুরনো সোনা বদলানোর।আজ, ২৭ নভেম্বর, বৃহস্পতিবার, দেশের বিভিন্ন শহরে সোনার দাম কত? কোন শহরে দামে কতটা পার্থক্য দেখা গেল? দেখে নেওয়া যাক—

   

কলকাতায় সোনার দাম (২৭ নভেম্বর)

কলকাতা দেশের অন্যতম বড় সোনার বাজার। এখানে গত কয়েকদিনের সামান্য ওঠানামার পর আজ আবারও দাম কমতে দেখা গেল।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম: ১,১৭,১০০

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম: ১,২৭,৭৫০

কলকাতায় এই দাম মধ্যবিত্তদের জন্য অনেকটাই সুবিধাজনক বলেই মনে করছেন জুয়েলারি ব্যবসায়ীরা। বিয়ের মরশুমে সাধারণত সোনার দাম বাড়তে দেখা যায়, কিন্তু এ বছর বেশ কয়েকবার দাম কমায় গয়নাগাটি কেনার পরিকল্পনা করা বহু মানুষ এখনই দোকানে ছুটছেন।

দিল্লিতে সোনার দাম (২৭ নভেম্বর)

রাজধানী দিল্লিতে সোনার দরে সামান্য বৃদ্ধি বা হ্রাস দেশব্যাপী বাজারে প্রভাব ফেললেও আজ এখানেও দাম কমেছে।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম: ১,১৭,২৫০

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম: ১,২৭,৯০০

কলকাতার তুলনায় দিল্লিতে দাম সামান্য বেশি। তবে সামগ্রিকভাবে পতনের ধারা এখানেও সুস্পষ্ট। বহু বিশেষজ্ঞের মতে, দাম যেহেতু কমেছে এবং বাজার বেশ অনিশ্চিত, তাই যাঁরা বিয়ের আগে কেনাকাটা করতে চান, তাঁদের জন্য এখনই ভাল সময়। বিশেষত ২২ ক্যারাট গয়না কেনার ক্ষেত্রে বর্তমান দাম তুলনামূলকভাবে আকর্ষণীয়।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular