HomeBusinessপুজোর মরশুমে সোনার দামে বড় ছাড়, কেনাকাটায় হুড়োহুড়ি

পুজোর মরশুমে সোনার দামে বড় ছাড়, কেনাকাটায় হুড়োহুড়ি

- Advertisement -

দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে গয়না ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। কারণ গত কয়েক দিনে সোনার দাম (Gold Price) লাগাতার পতনের মুখে পড়েছে। আজ, ১৯ সেপ্টেম্বরও সোনার বাজারে সেই ধারা অব্যাহত রয়েছে। শুধু সোনা নয়, রুপোর দামও কমেছে। ফলে গহনা কেনার পরিকল্পনা যাঁদের ছিল, তাঁদের কাছে এই সময়টি একেবারেই সোনার সুযোগ।

আজ  শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম দাম রয়েছে ১১ হাজার ১১৬ টাকা। একইসঙ্গে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৬০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম এখন ১১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকা। একদিনেই ১০০ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম।

   

২৪ ক্যারেট সোনা সাধারণত খাঁটি সোনা হিসাবে ধরা হয়। গহনা বানানোর ক্ষেত্রে যদিও বেশিরভাগ সময়ই ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, কিন্তু খাঁটি সোনা বা ইনভেস্টমেন্ট গোল্ড কিনতে আগ্রহীদের কাছে এই দামের পতন বিশেষ স্বস্তি এনে দিয়েছে।

আজ ২২ ক্যারেট সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম ১০ হাজার ১৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামও আজ কমেছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকা কমেছে দাম। রুপোর বাজারেও এই পতন বিনিয়োগকারীদের এবং গয়না ক্রেতাদের কাছে বাড়তি সুবিধা এনে দিয়েছে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular