ধনতেরাসের আগেই ইতিহাস ছুঁল সোনার দাম! মাথায় হাত ক্রেতা থেকে বিক্রেতার

gold-price-shoots-up-2500-in-a-day-silver-breaks-1-5-lakh-ceiling
gold-price-shoots-up-2500-in-a-day-silver-breaks-1-5-lakh-ceiling

কলকাতা, ৯ অক্টোবর: গত কয়েক মাস ধরেই সোনা (Gold Price) ও রুপোর দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। পুজোর আগেও সেই ধাতুর দাম বেশি ছিল বলাই চলে। সেপ্টেম্বর মাসজুড়ে এই দুই মূল্যবান ধাতুর দাম একনাগাড়ে বেড়েছে। অক্টোবর মাসেও সেই গতি অব্যাহত রয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই সোনার দাম নতুন রেকর্ড গড়ে পৌঁছে গিয়েছে ১,২৩,০০০ প্রতি ১০ গ্রাম (পাকা সোনা)। একই সঙ্গে রুপোর দাম দেড় লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মন্দাভাব, মার্কিন ডলারের দামে ওঠানামা, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকছেন। এর সঙ্গে ভারতের উৎসব মরসুমও একটি বড় কারণ। দুর্গাপুজো, দিওয়ালি, ধনতেরাস ও বিয়ের মরসুমে স্বর্ণালঙ্কারের চাহিদা ক্রমাগত বাড়ে। ফলে দেশের অভ্যন্তরীণ বাজারেও সোনার চাহিদা তুঙ্গে। এই চাহিদা পূরণ করতে গিয়ে দাম বাড়ছেই।

   

দাম এতটা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপর প্রভাব পড়েছে। যারা সোনার গয়না কিনতে চেয়েছিলেন, তারা হয়ত পরিকল্পনা স্থগিত করছেন অথবা কম ওজনের গয়না কিনতে বাধ্য হচ্ছেন। ছোট ও মাঝারি গয়নার দোকানদারদের ব্যবসাও কিছুটা ব্যাহত হচ্ছে। অনেকেই বলছেন, আগে যেখানে ৫ গ্রাম বা ১০ গ্রাম সোনার গয়না কেনা হতো, এখন তা কমে এসেছে ২-৩ গ্রামে।রুপোর ক্ষেত্রেও একই পরিস্থিতি। উৎসবের সময়ে যে প্রচুর সংখ্যক রুপোর পাত্র, মূর্তি, উপহার সামগ্রী কেনা হতো, এখন তা অনেক কমে এসেছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন