HomeBusinessফের কমল সোনার দাম, লক্ষ্মীপুজোয় কত হল জানেন

ফের কমল সোনার দাম, লক্ষ্মীপুজোয় কত হল জানেন

- Advertisement -

লক্ষ্মীপুজোর আগে বড় সুখবর ৷ ফের কমল সোনার দাম (Gold And Silver Price) ৷ সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। সারাবছর সোনা (Gold And Silver Price) কেনার চল থাকলেও এই সময়ে সোনা (Gold And Silver Price) কেনার হিড়িক পরে যায় বাঙালিদের মধ্যে৷ আবার ফেস্টিভালের মরসুম শেষ হলেই ফের শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে। গত কয়েকদিনে আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম (Gold And Silver Price) ৷ মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে।

সোনার মতো মূল্যবান ধাতুর দাম পরিবর্তন নিয়ে বরাবরই বেশ চিন্তায় থাকে সাধারণ মানুষ। এর দাম বাড়লে যেমন মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে ঠিক তেমনি সোনার দাম (Gold And Silver Price) কমলে মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু পুজো শেষে একাদশীর দিন রবিবার বাজারে কত দামে বিকোচ্ছে সোনা-রুপো (Gold And Silver Price)
প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর। দিনদিন সোনার দামে(Gold And Silver Price) কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের (Gold And Silver Price) ওপরেও।

   

এ বছর সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ১২৭৮০ টাকা। আইবিজেএ জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি জিএসটি ছাড়া ১০ গ্রাম সোনার দাম(Gold And Silver Price) ছিল ৬৩৩৫২ টাকা। তবে এই সময়ের মধ্যে রুপোর দাম(Gold And Silver Price) প্রতি কেজি ৭৩৩৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০৫০০ টাকা। ২৯শে মে ২০২৪-এ রুপোর দাম (Gold And Silver Price)প্রতি কেজি ৯৪২৮৬ টাকায় পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷ অনেকেই মনে করছেন আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular