Dankuni :ফরাসি সংস্থার কারখানা চালু হল হুগলির ডানকুনিতে

গতবছরই ডানকুনিতে নিজেদের ম্যানুফ্যাকচারিং হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল ফরাসি সংস্থা শ্নাইডার ইলেকট্রিক। গত বৃহস্পতিবার এই প্রকল্পের প্রথম ইউনিটের উদ্বোধন হয়েছে এখানেই। বেঙ্গালুরুতে ডেটা সেন্টারগুলির জন্যে কুলিং ইউনিট তৈরে হবে । আপাতত এই প্রকল্পে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে শ্নাইডার।

শ্নাইডারের তরফ থেকে ভারতে সব মিলিয়ে প্রায় ৩২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে দাবি করেন সংস্থার ভারতীয় জোনের প্রেসিডেন্ট দীপক শর্মা। এই বহুজাতিক সংস্থাটির ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতকে তুলে ধরা হবে। সেই কারণেই ডানকুনির এই প্রকল্প খুব গুরুত্বপূর্ণ।

   

এছাড়াও শ্নাইডার কর্তা দীপক শর্মা দাবি করেন, ২০২৬ সালের মধ্যেই ভারতকে তাদের সংস্থার উৎপাদনকাী হাবে পরিণত করতে চায় সংস্থা। এখান থেকেই বিশ্বের বাকি জায়গায় নিজেদের পণ্য রফতানি করতে চায় শ্নাইডার। এই আবহে ডানকুনির প্রোস্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজেদের প্রথম ইউনিট চালু করল শ্নাইডার। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, তেলাঙ্গানা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক এবং ওড়িশাতেও কারখানা তৈরি করার পরিকল্পনা রয়েছে শ্নাইডারের।

এদিকে ডানকুনির কারখানাটি শ্নাইডানের ভারত সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা যায়। ভারতে ক্রমেই ডেটা সেন্টার বাড়ছে। এই আবহে ডেটা সেন্টারগুলিকে সচল রাখতে কুলিং ইউনিট প্রয়োজন। এই আবহে ডানকুনিতে তৈরি কারখানাটি সংস্থার জন্যে বেশ লাভদায়ক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে এই কারখানায় তৈরি ৮৫ শতাংশ পণ্যই রফতানি করা হবে আপাতত। গোটা বিশ্বে এহেন কুলিং ইউনিট তৈরির এটাই দ্বিতীয় কারখানা শ্নাইডারের। যা হুগলীর ডানকুনিতে গড়ে উঠলো। তবে সমগ্র ডানকুনিবাসীর কাছে এটা বিশেষ আনন্দের খবর বলেই জানা যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন