Transfer Window: ফের বড় দলে ময়দান কাঁপানো ডানকুনির ফুটবলার

Transfer Window: এক সময় উল্কার গতিতে আগমণ হয়েছিল আজহারউদ্দিন মল্লিকের (Azharuddin Mallik)। মোহন বাগানের হয়ে খেলেছিলেন একের পর এক স্মরণীয় ম্যাচ।

Azharuddin Mallik

Transfer Window: এক সময় উল্কার গতিতে আগমণ হয়েছিল আজহারউদ্দিন মল্লিকের (Azharuddin Mallik)। মোহন বাগানের হয়ে খেলেছিলেন একের পর এক স্মরণীয় ম্যাচ। গোল করেছিলেন, উইং বরাবর তার দৌড়ের প্রশংসা করেছিলেন ময়দানের পোড়খাওয়া ব্যক্তিরা। ফের বড় দলে সুযোগ পেলেন আজহারউদ্দিন। যাচ্ছেন দিল্লি।

মরসুম শুরু হওয়ার আগে ঢেলে দল সাজাচ্ছে দিল্লি এফসি। দিল্লি এফসি আই লীগের ক্লাব। ট্রান্সফার উইন্ডোতে ইতিমধ্যে একাধিক ভারতীয় ফুটবলারকে সই করিয়েছে তারা। ডানকুনির আজহারউদ্দিন মল্লিক তাদের মধ্যে অন্যতম। মূলত আক্রমণভাগের এই ফুটবলার স্ট্রাইকারের পাশাপাশি উইংয়েও খেলতে পারদর্শী।

আজহারউদ্দিন যখন মোহন বাগানের হয়ে খেলা শুরু করেছিলেন তখন তিনি বয়সে তরুণ। সালটা ২০১৫। এখন ২০২৩। আজহারউদ্দিনের বয়স ২৫ বছর, তিনি এখন অভিজ্ঞ ফুটবলার। গোল করার দক্ষতার সঙ্গে মিশেছে বড় দলে খেলার অভিজ্ঞতা। নতুন দলের হয়ে নিজের স্কিলের ঝলক দেখাতে পারবেন বলে ফুটবল প্রেমীরা আশা করবেন। ২০১৮-১৯ মরসুমে বাগানের হয়ে জিতেছিলেন কলকাতা লীগ।

আজহারউদ্দিন তরুণ স্ট্রাইকার হিসেবে ইউনাইটেড এসসির হয়ে অভিষেক করেছিলেন। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের অনূর্ধ্ব ১৯ দল পুনে এফসির অনূর্ধ্ব ১৯ দলকে পরাজিত করে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছেছিল । তখন আজহারউদ্দিন তার প্রতিভার কিছু ঝলক দেখিয়েছিলেন। ২০১৫ সালে কলকাতা ফুটবল লীগ চলাকালীন তিনি মোহনবাগান এসির হয়ে আত্মপ্রকাশ করেছিলেন।

২০২১ সালের ৮ ফেব্রুয়ারি কালিঘাট এমএসের বিপক্ষে মোহনবাগানের জার্সি পরে তিনি তার প্রথম গোলটি পেয়েছিলেন। পরে মোহামেডানের সাথে যুক্ত হয়েছিলেন। ২০২১ সালের ১০ মার্চ রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে তিনি ক্লাবের হয়ে তার প্রথম গোল করেন।