HomeWest BengalKolkata CityNetaji: নেতাজী ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ ফরোয়ার্ড ব্লক

Netaji: নেতাজী ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ ফরোয়ার্ড ব্লক

- Advertisement -

নেতাজীকে (Netaji Subhash Chandra) নিয়ে তরজা থামতেই চাইছে না। ট্যাবলো (Tableau) বিতর্কের পর এবার ২৩ জানুয়ারি দেশপ্রেম দিবস নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল। জানা গিয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে রাজ্যের অবস্থান জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। আর এই মামলা দায়ের করেছে 

আবেদনকারী ফরওয়ার্ড ব্লকের (Forward Block) ফরিদ মোল্লা। আবেদনকারীর দাবি, বাম সরকার ২৩ শে জানুয়ারিকে নেতাজী প্রতি সম্মান জানাতে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করে। এমনকি এর প্রেক্ষিতে বিজ্ঞপ্তিও জারি করে তারা। যদিও আবেদনকারীর দাবি সেই বিজ্ঞপ্তির কোনও সংশোধন হয়নি বা নতুন করে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি।  কিন্তু ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জেলায় জেলায় ঐদিন নেতাজির মূর্তিতে মাল্যদান সঙ্গে পুলিশ ব্যান্ডের “কদম কদম বাড়ায়ে যা…” সংগীত বাজানোর কথা।

   

পাশাপাশি এই দিন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নেতাজির ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করার কথা কলকাতাসহ সমস্ত জেলায়। কিন্তু তা পালন করা হয় না। এদিকে
আবেদনকারীর দাবিতে সাড়া দিয়েছে মহামান্য আদালত। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতির (Kolkata high court) ডিভিশন বেঞ্চের নির্দেশ এই বিষয়ে ২১ জানুয়ারির মধ্যে রাজ্যের বক্তব্য জানাতে হবে কলকাতা হাইকোর্টকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular