Buddhadeb Bhattacharya: ‘দু:সময়’ কাটবে এমনই ক্ষীণ আশার আলো দেখছেন চিকিৎসকরা

Buddhadeb Bhattacharya

শনিবার দুপুরের পর যে দু:সময় শুরু হয়েছে ভট্টাচার্য পরিবারে রবিবার সন্ধ্যা নাগাদ সেই জমাটবদ্ধ পরিবেশে যেন হালকা আলোর ইশারা মিলল। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) রক্তচাপ স্বাভাবিক। হৃদযন্ত্রের অবস্থা ভালো। এমন বার্তা দিল উডল্যান্ডস হাসপাতালে কর্তৃপক্ষ। তবে এও জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এখনই ভেন্টিলেশন থেকে বের করার কোনও সম্ভাবনা নেই।

বুদ্ধবাবুর মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ। রক্তচাপ স্বাভাবিক হার্টের অবস্থা ভালো। ব্লাড সুগার ২০০ নিচে নামানো গেছে। আপাততঃ স্থিতিশীল তবে ভেন্টিলেশন থেকে বের করবার চিন্তা ভাবনা এখনই নয় বলেছেন চিকিৎসকরা। রাইস টিউবে খাওয়ানোর চেষ্টা চলেছে৷ ডাক্তারদের প্রশ্নে সাড়া দিচ্ছেন,শুনতে পারছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

   

বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রাক্তন মন্ত্রী ডা. সূর্যকান্ত মিশ্র সহ সিপিআইএম রাজ্য শীর্ষ নেতারা। অশিতীপর বিমান বসু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বুদ্ধদেববাবুর ঘনিষ্ঠ। দুজনেই ছাত্র যুব রাজনীতিতে একই সাথে ছিলেন। তবে কিছুটা বয়জ্যোষ্ঠ বিমান বসু। তিনি এই বয়সেও অতি সক্রিয় রাজনীতিবিদ। এদিন তিনি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখে মৃদু স্বরে ডাকেন। তাঁর ডাকে চোখ খোলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

শনিবার দুপুরের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি অবনতি হয়। দ্রুত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় বুদ্ধবাবুর পরিস্থিতি ছিল সংকটজনক। তাঁর শরীরে অক্সিজেন মাত্রা নামতে শুরু করেছিল। হাসপাতালে আনার পর সেই পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। এরপর ফের তাঁর শারীরস্থান পরিস্থিতির অবনতি হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা গত প্রায় ১৫ বছরের বেশি। একসমের চেইন স্মোকার নাট্যমোদী-সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কারণ সিওপিডি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন