HomeWest BengalKolkata Cityআগামী নির্বাচনে 'সেনাপতি'র বড় ভূমিকা, পোস্টারে ‘অধিনায়ক অভিষেক’

আগামী নির্বাচনে ‘সেনাপতি’র বড় ভূমিকা, পোস্টারে ‘অধিনায়ক অভিষেক’

- Advertisement -

দক্ষিণ কলকাতা জুড়ে এক নতুন সুরে বাজতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের দলীয় সুর। একদিকে যেমন নির্বাচনী রণকৌশল প্রস্তুতি চলছে, অন্যদিকে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতি আরো স্পষ্ট হয়ে উঠছে। দক্ষিণ কলকাতায় পোস্টার এবং পতাকা ছড়িয়ে পড়া, যেখানে তাঁর নামের সঙ্গেই লেখা হচ্ছে ‘অধিনায়ক অভিষেক’, তা বুঝিয়ে দিচ্ছে দলের মঞ্চে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী ২৩ মার্চ তৃণমূলের সোশ্যাল মিডিয়া সৈনিকদের নিয়ে একটি বৈঠক হতে যাচ্ছে, যেখানে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করা হবে।

আসন্ন ছাব্বিশের নির্বাচন সামনে রেখে, অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্ব আরও দৃঢ়ভাবে সামনে আসছে। দলীয় সূত্রে খবর, আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের কৌশলটি নেতৃত্ব দেবেন তিনি। গাঙ্গুলিবাগানে অনুষ্ঠিত এই বৈঠকে তার উপস্থিতি এবং নির্দেশনা দলের প্রস্তুতিকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। তবে, শুধুমাত্র ভোটের রণকৌশল নয়, অভিষেকের নেতৃত্বে দলের ভিতরে যে এক নতুন দৃষ্টিভঙ্গি আসছে, তা স্পষ্ট হয়েছে এই পোস্টার ও পতাকাগুলোর মাধ্যমে।

   

বিগত কয়েক মাস ধরে দলের মধ্যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছিল। একাংশের মতে, অভিষেক দলের মূল ধারায় থেকে কিছুটা পিছিয়ে এসেছিলেন, যা দলের অভ্যন্তরে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি করেছিল। তবে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, দলের দুই শীর্ষ নেতা, অর্থাৎ তিনি এবং অভিষেকের (Abhishek Banerjee) মধ্যে কোনও অমিল নেই। বরং, দলের ভবিষ্যৎ নেতৃত্বে একে অপরকে সহায়তা করবে। মমতার এই বার্তা পরিষ্কার ছিল যে, অভিষেকের (Abhishek Banerjee) ভূমিকা তৃণমূল কংগ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি ভবিষ্যতে দলের নেতৃত্বে অবিচল থাকবেন।

অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্বে দলের কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনী কৌশল তৈরি করার ক্ষেত্রে তাঁর প্রভাব আরও দৃঢ় হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় রাজনীতিতে অভিষেকের প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তার নেতৃত্বে দল আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি সমন্বয় গড়ে তোলার সিদ্ধান্ত নেন, যেখানে অভিষেক (Abhishek Banerjee) এবং সুব্রত বক্সী মিলে যৌথভাবে দলের নেতৃত্ব পরিচালনা করবেন। এই একসঙ্গে কাজ করার প্রক্রিয়া দলের ভিতরে অভিষেকের অগ্রযাত্রাকে আরো সুস্পষ্ট করে তুলেছে।

তৃণমূলের তরফে অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্বে যে নতুন ধরনের কৌশল গ্রহণ করা হচ্ছে, তা নির্বাচনী রাজনীতির পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমের মাধ্যমে ভোটের প্রচারণা চালানো, মানুষের কাছে পৌঁছানো এবং তৃণমূলের মূল বার্তা সহজ ও সোজা ভাবে পৌঁছানো, সবই অভিষেকের নেতৃত্বে পরিকল্পিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জন্য তার নেতৃত্বের এই নতুন দৃষ্টিভঙ্গি কার্যকরী হতে পারে এবং আগামী নির্বাচনে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এভাবে, আগামী নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী এবং সংগঠিত হয়ে ময়দানে নামবে, যেখানে তাঁর নেতৃত্বের উপর দলের ভবিষ্যৎ নির্ভর করবে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular