গুলি না চললে তো পুলিশ, আদালতই উঠে যাবে, বেফাঁস মন্তব্য মেয়রের

Firhad Hakim

তিলজলার ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করে শিরোনামে মেয়র ফিরহাদ হাকিম। শনিবার সাত সকালে গুলির শব্দে ঘুম ভাঙে তিলজলাবাসীর। দুষ্কৃতীদের দৌরাত্মের জেরে গুরুতর জখম হয়েছে বাবা-ছেলে। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তৃণমূল নেতা।

তিনি বলেন, ‘গুলি না চললে তো পুলিশ, আদালতই উঠে যাবে। বিহার উত্তরপ্রদেশ থেকে অস্ত্র আসছে। ভিনরাজ্য থেকে আসছে শার্প শ্যুটাররা। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’ ফিরহাদের এহেন মন্তব্যের পরেই সরব হয়েছেন বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘দুষ্কৃতীদের মদত দিচ্ছেন তৃণমূল নেতা।’ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই।’ অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘মেয়রের মুখে এমন কথা বেমানান।’

   

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা। ইতিমধ্যে আহত ব্যক্তিদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন