ঈদের দিনে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দোয়া করলেন ফিরহাদ

ভোটের আবহে রাজ্যে অশান্তির আবহ। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। Advertisements তার মতে, “মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে,…

ভোটের আবহে রাজ্যে অশান্তির আবহ। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisements

তার মতে, “মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে।”এর জন্য রেষারেষির কোনও প্রয়োজন নেই। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রেখেছেন তিনি।

Advertisements

ইদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নমাজ পড়তে গেছিলেন ফিরহাদ। তিনি বলেন, “সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম।”ভোট প্রসঙ্গে তিনি বলেন, “প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়। মানুষ যাঁকে মনে করবে, তাঁকেই ভোট দিয়ে দায়িত্বে আনবে। এর মধ্যে হানাহানি বা রেষারেষির কোনও জায়গা নেই।

আমাকে যোগ্য মনে করলে, আমাকে দায়িত্ব দেবে। আপনাকে যোগ্য মনে করলে, আপনাকে দায়িত্ব দেবে। রাজনীতিতে আমি আমার কথা বলব, আপনি আপনার কথা বলবেন। মানুষ বুঝে নেবে কাকে সমর্থন করবে।”

তিনি আরও বলেন, “২০১১ ও ২০১৬ তে কেন্দ্রীয় বাহিনী মুড়ে ভোট হলেও যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ ছিল, এবারেও তাই থাকবে।”

শুক্রবার বীরভূমে যাবেন ফিরহাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, “অনুব্রত আমাদের সঙ্গে নেই। কিন্তু কর্মীরা আছেন। সেই সংগঠনটা আছে।”