HomeWest BengalKolkata Cityনতুন বিল্ডিং নিয়মে বুধবার থেকে শুরু প্ল্যান অনুমোদন, জানালেন ফিরহাদ হাকিম

নতুন বিল্ডিং নিয়মে বুধবার থেকে শুরু প্ল্যান অনুমোদন, জানালেন ফিরহাদ হাকিম

- Advertisement -

কলকাতায় ছোট জমিতে বাড়ি তৈরির নিয়মে অবশেষে সবুজ সঙ্কেত মিলল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন বিল্ডিং রুলস সংশোধনের সিদ্ধান্ত হওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই বুধবার পুরসভার মেয়র পরিষদ তা কার্যকর করল। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ঘোষণা করেন, “আজ বুধবার থেকেই স্যাংশন দেওয়া শুরু হল। এতদিন নিয়মে বাধা ছিল, এবার সেই বাধা কাটল।”

এদিনের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব রাস্তায় পিচ বসানো সম্ভব নয় এবং ফলে জল জমে ক্ষতি হচ্ছে, সেখানে পেভার ব্লক বসানো হবে। মেয়রের কথায়, “পিচ রাখা যাচ্ছে না যেখানে, সেখানে পেভার ব্লক বসানো হবে। কাজ দ্রুত শুরু হবে।”

   

জলপ্রকল্পের কাজও দ্রুত এগোচ্ছে বলে দাবি পুরসভার। ধাপা ও গড়িয়া ঢালাই ব্রিজের অধীনে চলমান জলপ্রকল্প জানুয়ারির মধ্যেই শেষ হবে। একই সঙ্গে নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনাও অনুমোদন পেয়েছে।

খিদিরপুরে মেট্রো নির্মাণের সময় জল সরবরাহে সমস্যা এড়াতে সমান্তরাল পাইপলাইন বসানো হচ্ছে মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত। মেয়র জানান, “ডায়মন্ড হারবার রোডের বাঁদিক দিয়ে লাইনটা বসাচ্ছি, যাতে জল চলাচলে কোনও বিঘ্ন না ঘটে”।

ডেঙ্গিতে একজনের মৃত্যুর প্রসঙ্গে মেয়র বলেন, “ভয়াবহতা আগের মতো নেই। কিন্তু একজনের মৃত্যু দুঃখজনক। বৃষ্টি কমলেই জল জমে মশার লার্ভা বাড়বে। তাই ছাদের ভাঙা টব, ভাঁড়ে জল জমতে দেওয়া চলবে না। প্রত্যেককে সচেতন হতে হবে।”

পুজোর সময়ে প্যান্ডেল ঘিরে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যৌথ টিম গঠন করে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন মেয়র।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular