Kolkata: ১৬ ঘণ্টা পরেও জ্বলছে ট্যাংরা

১৬ ঘণ্টা কাটতে চললেও এখনও অবধি জ্বলছে ট্যাংরার কাপরের কারখানা। শনিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থাকে মহানগর। আগুন লাগে ট্যাংরার মেহের আলি লেনের একটি কাপড়ের গুদামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদাম।

Advertisements

এদিকে দমকলের তরফ থেকে জানানো হয়েছে, কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা দমকলের। ভেঙে পড়েছে গুদামের কাঠামোর বিভিন্ন অংশ। এদকে আগুন নেভাতে গিয়ে আক্রান্ত হয়েছেন কয়েকজন দমকল কর্মী। আহতদের মধ্যে ২ জন দমকল কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন।

   
Advertisements

অন্যদিকে যে কোনও সময়ে দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা করছেন দমকল বিভাগের কর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলকে।